ঢাকা, মঙ্গলবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৮ জুন ২০২৪, ১০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফ্লাইওভারের নিচে ঈদগাহ ও জানাজার স্থান

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জুন ১৪, ২০২৪
ফ্লাইওভারের নিচে ঈদগাহ ও জানাজার স্থান

চট্টগ্রাম: নগরের মুরাদপুরের মোহাম্মদপুর এলাকায় আখতারুজ্জামান ফ্লাইওভারের নিচে তৈরি ঈদগাহ ও জানাজার নামাজের স্থান উদ্বোধন করেছেন মেয়র রেজাউল করিম চৌধুরী৷ 

শুক্রবার (২৪ জুন) বিকেলে ৩০০ ফুট লম্বা ও ৫২ ফুট প্রস্থের এ ঈদগাহ উদ্বোধন করা হয়। এতে একত্রে নামাজ আদায় করতে পারবেন প্রায় দুই হাজার মুসল্লি।

 

মেয়র বলেন, এলাকায় ঈদগাহ ও জানাজার জন্য কোনো স্থান না থাকায় অনেক সময় সড়কে নামাজ আদায় করতে হতো। এর ফলে একদিকে যেমন যানবাহন চলাচলে বিঘ্ন ঘটতো, অন্যদিকে মানুষের ভোগান্তি বাড়তো।

মুরাদপুর ও মোহাম্মদপুর এলাকার বাসিন্দাদের ঈদগাহ ও নামাজে জানাজার স্থান নিয়ে দীর্ঘদিনের সংকট নিরসন করতেই ২ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দিয়ে এ প্রকল্প হাতে নিয়েছি৷ ঈদগাহ ও জানাজার স্থানের চারপাশে ওয়াকওয়ে, বসার স্থান, অজু ও শৌচাগার এবং মরদেহ ধোয়ার ব্যবস্থাও করেছি৷

সংসদ সদস্য আবদুচ ছালাম বলেন, মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অব্যবহৃত এই জায়গাকে ঈদগাহ ও জানাজার স্থানে পরিণত করায়৷ আমরা সবাই মিলে মেয়র মহোদয়ের নেতৃত্বে চট্টগ্রামে চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করে নগরবাসীকে উন্নত চট্টগ্রাম উপহার দেব৷ 

সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু বলেন, জনগণের কল্যাণে এ উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী খুশি৷ জনকল্যাণমুখী উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আমরা সবাই একসঙ্গে কাজ করব৷

অনুষ্ঠানে বক্তব্য দেন প্যানেল মেয়র গিয়াস উদ্দিন, কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি, হাজি নুরুল হক, গোলাম মো. জোবায়ের, সলিমুল্লাহ বাচ্চু, আবদুস সালাম মাসুম, আবুল হাসনাত মো. বেলাল, জাফরুল হায়দার সবুজ ৷ কাউন্সিলর মোবারক আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান প্রকৌশলী শাহীন-উল-ইসলাম।  অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জুন ১৪, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।