ঢাকা, শুক্রবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আনসারসহ আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে আনসারসহ আটক ৩

চট্টগ্রাম: ঈদযাত্রায় বাড়তি চাহিদা ঘিরে ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১৫ জুন) দুপুর ২টার দিকে চট্টগ্রাম রেলস্টেশন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হলেন, আনসার সদস্য মো. স্বপন, মো. মজনু ও মো. রুবেল।  

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ট্রেনের টিকিট কালোবাজারিতে জড়িত থাকার অভিযোগে এক আনসার সদস্যসহ তিনজনকে আটক করা হয়েছে।

তাদের কাছ থেকে ৯টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জুন ১৫, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।