ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
লোহাগাড়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা  ...

চট্টগ্রাম: পারিবারিক কলহের জেরে লোহাগাড়ার চুনতিতে বিষপানে মিছবাউল জান্নাত ফারিন (২১) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।  

সোমবার (১৭ জুন) সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৃহবধূ ফারিন চুনতির মিরিখিল তালুকদার পাড়ার মো. আরফাতের স্ত্রী।  

লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা. পৃথ্বিরাজ কর জানান, বিষপান করা অবস্থায় এক নারীকে হাসপাতালে আনেন তার স্বজনরা।

চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে ওই নারীর মৃত্যু হয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, খবর পেয়ে বিষপানে নিহত এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, জুন ১৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।