ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জুন ১৮, ২০২৪
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু ...

চট্টগ্রাম: হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

সোমবার (১৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলাধীন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশন ওয়ার্ডের শাহজী পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন সাহা (১৮) ওই এলাকার বিভাস সাহার ছেলে।

বার পিশিতো ভাই শান্ত জানান, সন্ধ্যায় পড়ার ঘরে বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় বাঁধন।

তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠায়। পথে অবস্থার অবনতি হলে স্বজনরা অক্সিজেন এলাকার একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বাঁধনকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৮, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।