ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডুব দিয়ে আর উঠলো না ইরফান

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, জুন ২১, ২০২৪
ডুব দিয়ে আর উঠলো না ইরফান ...

চট্টগ্রাম: বোয়ালখালীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে মোহাম্মদ ইরফান (১৭) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ফকিরাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

ইরফান মধ্যম চরণদ্বীপ ফকিরাখালী হযরত তুফান আলী শাহ (রহ.) বাড়ির মৃত আবদুর রহমানের ছেলে। সে চরণদ্বীপ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয় বাসিন্দা সাবের আহমদ রিজভী জানান, দুই ভাইয়ের মধ্যে ইরফান ছোট। বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে ইরফান পানিতে ডুবে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর ইরফানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১০০০ ঘণ্টা, জুন ২১, ২০২৪ 
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।