ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মাইজভাণ্ডার দরবারে যাওয়ার পথে দুর্ঘটনায় ৬ জন আহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, জুন ২১, ২০২৪
মাইজভাণ্ডার দরবারে যাওয়ার পথে দুর্ঘটনায় ৬ জন আহত ...

চট্টগ্রাম: ফটিকছড়ির নাজিরহাটে সিএনজিচালিত অটোরিকশার সাথে মোটরসাইকেলের সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।  

শুক্রবার (২১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে নাজিরহাট নতুন রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে মীর হাসান (২৪), ফটিকছড়ির নানুপুর ইউনিয়নের কিপায়েত নগর গ্রামের জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলিফ (১৭), সীতাকুণ্ডের মুহাম্মদ হাসানের ছেলে মুহাম্মদ মেহেরাব (১৯), চান মিয়ার স্ত্রী সুফিয়া বেগম (৫৫), মুহাম্মদ নয়নের স্ত্রী রুমি আকতার (২০) ও মতিন উল্লার ছেলে আলমগীর (৫০)।

জানা গেছে, জেয়ারতের উদ্দেশ্যে ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবারে যাওয়ার সময় নাজিরহাট নতুন রাস্তার মোড়ে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।

আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ২১, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।