ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আষাঢ় ১৪৩১, ২৭ জুন ২০২৪, ১৯ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পুকুরে মিললো শিক্ষার্থীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুন ২১, ২০২৪
পুকুরে মিললো শিক্ষার্থীর মরদেহ ...

চট্টগ্রাম: রাউজানে পুকুর থেকে তানহা আকতার (৯) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।  

শুক্রবার (২১ জুন) সকাল ১১টার দিকে উপজেলার ৭ নম্বর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আদর্শ গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।


তানহা আদর্শ গ্রামের বাসিন্দা ওমান প্রবাসী মো. মাহাবুবুল আলমের মেয়ে এবং শমসের নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী।  

স্থানীয়রা জানান, তানহা তার দাদার খোঁজে ঘর থেকে বের হয়েছিল।

বসতঘরের কয়েকশ ফুট দূরত্বে বাড়ির সামনের পুকুরে তাকে পা ধুতে দেখেছিলেন এক নারী। এর আধঘন্টা পর তানহাকে খুঁজতে বের হন মা ইয়াছমিন আকতার। পরে পুকুরে ভাসতে দেখেন তানহার জুতা। এরপর লোকজন পুকুরে নেমে তানহাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. সাইফুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জুন ২১, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।