ঢাকা, শনিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিআরটিএ’র অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুন ২২, ২০২৪
বিআরটিএ’র অভিযানে ৬১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরীর হালিশহরের নয়াবাজার এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি’র (বিআরটিএ) অভিযানে ফিটনেস ও রুট পারমিটবিহীন ৫টি গাড়িকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট দীর্ঘদিন হালনাগাদ না করায় ৩ টি ডাম্পার ট্রাককে ডাম্পিং করা হয়।

 

শনিবার (২২ জুন) সকালে বিশ্বরোড এলাকায় এই অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত-১২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মিশকাতুল তামান্না বাংলানিউজকে বলেন, হালিশহর নয়াবাজার বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে ফিটনেস ও রুট পারমিটবিহীন ৫টি গাড়িকে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও ২০২০ সাল থেকে গাড়ির ফিটনেস, ট্যাক্স টোকেন, রুট পারমিটসহ সবধরনের ডকুমেন্ট দীর্ঘদিন হালনাগাদ না করায় ৩টি ডাম্পার ট্রাককে ডাম্পিং করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুন ২২, ২০২৪
এমআই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।