ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বাসা থেকে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্র ফাহিম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
বাসা থেকে বেরিয়ে নিখোঁজ কলেজছাত্র ফাহিম ...

চট্টগ্রাম: বাসা থেকে বেরিয়ে আর ফিরে আসেননি কলেজছাত্র হামিদুল করিম ফাহিম (২২)। এ ঘটনায় নগরের সদরঘাট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

 

শনিবার (২২ জুন) রাত সাড়ে ১০টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে বেন হল ফাহিম। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ফাহিম নগরের সরকারি কমার্স কলেজের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী।

ফাহিম নগরের পশ্চিম মাদার বাড়ির যুগী চাঁদ মসজিদ সড়কের মোহাম্মদ সেলিম চৌধুরী ছেলে।  

ফাহিমের মা কুলসুমা বেগম বাংলানিউজকে বলেন, খাওয়া দাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হয় ফাহিম। পরে ফিরে না আসায় অনেক খোঁজ করলেও তার সন্ধান পাওয়া যায়নি। সে মানসিকভাবে একটু অসুস্থ। পথঘাট ভুলে যাওয়ারও প্রবণতা আছে। কেউ তার সন্ধান পেলে (০১৮১৫-৪৯৫৩১২, ০১৮২৫-৮৭৫৮৯৩) এই নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।