ঢাকা, শুক্রবার, ১৪ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টানেল রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জুন ২৪, ২০২৪
টানেল রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার টানেল রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (২৪ জুন) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন এ অভিযানে নেতৃত্ব দেন।

 

তিনি বাংলানিউজকে বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়া দই বিক্রি করায় জরিমানা করা হয়েছে রেস্টুরেন্টটিকে।  

পৃথক অভিযানে চৌমুহনীর হ্যাপি আইসক্রিমকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) হুছাইন মুহাম্মদ।  

তিনি জানান, হ্যাপি আইসক্রিমে দুই ধরনের আইসক্রিম বিক্রি হচ্ছে। কিছু আইসক্রিম অন্য কোম্পানির। আবার কিছু লেবেল ছাড়া। লেবেল ছাড়া পণ্য নিজেরা তৈরি করে। তাই প্রতিষ্ঠানটিকে আইসক্রিম তৈরির জন্য এক মাসের মধ্যে বিএসটিআইয়ের লাইসেন্স সংগ্রহ করতে বলা হয়েছে। নয়তো বন্ধ করে দেওয়া হবে।  

বিএসটিআই কর্মকর্তা ফারহানা জাহান পারুল ও আনোয়ারা থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন অভিযানে অংশ নেন।  

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, জুন ২৪, ২০২৪ 
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।