ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১২ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
রিয়াজউদ্দিন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ১ প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজারের মোহাম্মদীয়া মার্কেটে অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। অগ্নিদগ্ধ কয়েকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (২৮ জুন) রাত দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, রাত ১টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে চারটি স্টেশনের ৮টি ইউনিট পাঠানো হয়।

স্টেশনগুলো হচ্ছে আগ্রাবাদ, লামারবাজার, নন্দনকানন ও চন্দনপুরা।

ভোর সাড়ে ৫টায় আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এ ঘটনায় ১ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, জুন ২৮, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।