ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে লবণ বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৩৪, জুলাই ১২, ২০২৪
বোয়ালখালীতে লবণ বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত 

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মিলিটারি পুল সংলগ্ন এলাকায় লবণ বোঝাই ট্রাকের চাপায় মা-ছেলেসহ সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, ট্রাকটি বোয়ালখালী থেকে পটিয়ার দিকে যাচ্ছিল।

অটোরিকশাটি পটিয়া বাদামতল থেকে যাত্রী নিয়ে বোয়ালখালীর ফুলতলের দিকে যাচ্ছিল।  

মো. সজীব নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, লবণ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এতে নিহত হন অটোরিকশায় থাকা মা-ছেলে ও অটোরিকশার চালকসহ চারজন।  

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০২৪
টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।