ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সুবিধাবাদী গোষ্ঠী ভয়ংকর ষড়যন্ত্রে মেতেছে: চবি নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
সুবিধাবাদী গোষ্ঠী ভয়ংকর ষড়যন্ত্রে মেতেছে: চবি নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বিজয়ের সুফলকে ভিন্নখাতে প্রবাহিত করতেই সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করা হয়েছে বলে মনে করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য।

বুধবার (আগস্ট ৭) চবি নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্যের সমন্বয়ক অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে এমন প্রতিক্রিয়া জানায় সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়, গত ৫ আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও লজ্জাজনক পলায়নের পর বাংলাদেশের সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায় এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা প্রচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।  

নিপীড়ন বিরোধী শিক্ষকগণ মনে করেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনাকে পদত্যাগে বাধ্য করার ফলে ছাত্র আন্দোলনের যে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে সেটিকে প্রতিহত করতেই এক শ্রেনীর সুবিধাবাদী গোষ্ঠী ভয়ংকর ষড়যন্ত্রে মেতেছে।

এছাড়া বিজয়ের সুফলকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এবং তারই অংশ হিসাবে বাংলাদেশের সংখ্যালঘু বিভিন্ন সম্প্রদায় এবং তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে কাপুরুষোচিত হামলা চালাবার দুঃসাহস দেখিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এর মাধ্যমে তারা বাংলাদেশে সফল গণঅভ্যুত্থান পরবর্তী স্থিতিশীলতাকেও বাধাগ্রস্থ করার প্রয়াস অব্যাহত রেখেছে। এ জাতীয় হীন প্রচেষ্টার বিরুদ্ধে বিপ্লবী জনতা সোচ্চার এবং সজাগ থেকে সকল ষড়যন্ত্র রুখে দেবে এবং নিজ নিজ এলাকায় মন্দির, গির্জা, প্যাগোডাসহ সকল ধর্মীয় উপাসনালয়কে রক্ষা করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। একই সঙ্গে রাষ্ট্রীয় স্থাপনা ধ্বংস চেষ্টার বিরুদ্ধেও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।  

বিবৃতিদাতা শিক্ষকদের মধ্যে রয়েছেন ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো: আবদুল মান্নান, অধ্যাপক ড. মো. কোরবান আলী, আধুনিক ভাষা ইনিস্টিউটের অধ্যাপক ইব্রাহিম হোসেন, প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের অধ্যাপক  ড. মো. আতিয়ার রহমান, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. আকতার হোসেন, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. নেছারুল করিম, অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, অধ্যাপক ড. ইসমত আরা হক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সাখাওয়াত হোসাইন, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ তাছলিম উদ্দিন।

যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহীদুল হক, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক  ড. মো. কামাল উদ্দিন, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ফুয়াদ হাসান, অধ্যাপক ড. মুহম্মদ আলমগীর, অধ্যাপক ড. মীর হোসেন সোহেল, অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী, পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী, অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মুহিবুল্লাহ, অধ্যাপক ড. কাজী মো. বরকত আলী, অধ্যাপক ড. ইকবাল হোসাইন, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের অধ্যাপক ড. সাইদুর রহমান চৌধুরী, অধ্যাপক ড. শেখ আফতাব উদ্দিন, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোসাইন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আফজাল হোসেন, অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. হাসান খালেদ রউফ।

কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. কাজী আশরাফউজ্জামান, নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনএম সাজ্জাদুল হক, আরবি বিভাগের অধ্যাপক ড. আকম আবদুল কাদের, অধ্যাপক ড. আবুস সাদাত মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরী, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. ইমাম হোসেন, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোশারেফ হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, অধ্যাপক ড. এম. শামছু উদ্দিন আহমদ, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. গোলাম কিবরিয়া, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. হারিসুর রহমান হাওলাদার, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এনামুল হক, অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মোর্শেদুল হক, মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. নাসির উদ্দিন, অধ্যাপক ড. বজলুর রহমান, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. শাহাদাত হোসাইন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মমতাজ উদ্দিন আহমদ, ওশানোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মোসলেম উদ্দিন, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মমতাজ উদ্দিন কাদেরী, অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন ভূইঞা, অধ্যাপক ড. আহমদ আলী, ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. হাসমত আলী, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাসুম, দর্শন বিভাগের অধ্যাপক সামসুন নাহার মিতুল, আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নেয়ামত উল্লাহ, অধ্যাপক ড. মুহাম্মদ নেজাম উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ ফরিদ উদ্দিন, অধ্যাপক ড. মুহাম্মদ নূরূল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ শাযায়াত উল্লাহ ফারুকী, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের অধ্যাপক সালমা মমতাজ, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. ওয়াহহিদা সুমি, মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক  তানজিয়া শরমিন, জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. লুলু ওয়াল মরজান, দর্শন বিভাগের অধ্যাপক ড. শিরিন আকতার, অধ্যাপক মোজাম্মেল হক, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাঈল হোসেন, গনিত বিভাগের অধ্যাপক ড. এইচএস ফারুক আলম, অধ্যাপক মো. আবদুল আলীম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. রোকনুজ্জামান আজাদ, অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক শের মাহমুদ, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক শাহ আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।