ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে দেয়ালে গ্রাফিতি, আইল্যান্ডে চারা রোপণ 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, আগস্ট ৮, ২০২৪
চট্টগ্রামে দেয়ালে গ্রাফিতি, আইল্যান্ডে চারা রোপণ  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা নগরের বিভিন্ন এলাকায় দেয়ালে আঁকছেন গ্রাফিতি, আইল্যান্ডে লাগাচ্ছেন গাছের চারা। কেউবা নিয়েছেন সড়কে যানবাহন চলাচলে ট্রাফিক পুলিশের ভূমিকা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) নগরের শিল্পকলা একাডেমি, জিইসি মোড়, ২ নম্বর গেট, জামালখানসহ বিভিন্ন এলাকায় দেয়াল ও ফ্লাইওভারে সড়কের পিলারে গ্রাফিতি দেখা যায়। কয়েকদিন ধরে আঁকা এসব ছবিতে ফুটে উঠছে আন্দোলনে যুক্ত থাকা শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত ইতিহাস।

দেয়ালে দেয়ালে লেখা হয়েছে- ‘স্বাধীনতা এনেছি যখন, সংস্কার করি’, ‘ইতিহাসের নতুন অধ্যায় জুলাই ২৪’, ‘আমাদের দেশের ভাগ্য আমরা পরিবর্তন করব’, ‘আমাদের দেশ আমাদেরই গড়ে নিতে হবে’ ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো জুলাই’, ইত্যাদি স্লোগান। শোভা পাচ্ছে জাতীয় পতাকা ও আন্দোলনে মৃত্যুবরণকারীদের নাম।

চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আহনাফ বলেন, এই সমাজ সংস্কারে আমরা শিক্ষার্থীরাই কাজ করছি। সমাজে কোনও বৈষম্য চাই না।

নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা আইল্যান্ডে লাগাচ্ছেন গাছের চারা। এই পরিকল্পনা বিভিন্ন এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান তারা। এছাড়া পোস্টার সরানো ও বর্জ্য পরিষ্কারের উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে ৩য় দিনের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযানে। কাজীর দেউড়ি, আগ্রাবাদ, চকবাজার, ষোলশহর, হালিশহর, লালখান বাজার মোড়, প্রবর্তক মোড়, ওয়াসার মোড়সহ জনবহুল এলাকায় তারা যানবাহন চলাচলে শৃঙ্খলা ফেরাতে কাজ করছেন। সহযোগিতা করছেন রেড ক্রিসেন্ট-বিএনসিসি’র সদস্যরাও। এদিন আনসার সদস্যদের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

দুই নম্বর গেট মোড়ে দায়িত্বরত একজন আনসার সদস্য বলেন, শিক্ষার্থীরা সহায়তা করছে। চালক, যাত্রী, পথচারী সবাই নিয়ম মানছে।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।