ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

থানা থেকে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
থানা থেকে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গুলি উদ্ধার 

চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও ৩টি আগ্নেয়াস্ত্র ও ২২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (১৩ আগস্ট) থেকে সোমবার (১৯ আগস্ট) পর্যন্ত এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

এর আগে গত ১৩ আগস্ট চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩৫টি আগ্নেয়াস্ত্র ও ২৭৫ রাউন্ড গোলাবারুদ এবং বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে সিএমপি উপ-পুলিশ কমিশনার হেডকোয়ার্টারের নিকট হস্তান্তর করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. শরীফুল-উল- আলম জানান, চট্টগ্রাম বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

একই সঙ্গে সচেতন নাগরিকদেরকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আহ্বান জানানো হয়।  

তিনি আরও জানান, গত ১৩ আগস্ট থেকে ১৯ আগস্ট পর্যন্ত ৭.৬২ মি. মি. রাইফেল চায়না ১টি, শর্ট গান ২টি ও বিভিন্ন ধরণের ২২ রাউন্ড এ্যামুনিশন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ সিএমপি ডিসি হেডকোয়ার্টারের নিকট হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ২০, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।