ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘সমাজ পরিবর্তনে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
‘সমাজ পরিবর্তনে সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে’

চট্টগ্রাম: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ নূরুল আমিন বলেছেন, আমাদেরকে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব আজ আমাদেরকে নিতে হবে।

গোটা সমাজ ব্যবস্থা কলুষিত হয়ে গেছে।  সমাজ পরিবর্তনের জন্য তার নেতৃত্ব আজ আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে।
ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে সকলকে কাছে টেনে নিয়ে আমাদেরকে কাজ করতে হবে।  

শনিবার (২৪ আগস্ট)  রাতে নগরের আকবর শাহ থানা জামায়াতের আয়োজিত সমাজ কর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

আকবর শাহ থানার আমির অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা সেক্রেটারি রেজাউল করিম, এসিস্ট্যান্ট সেক্রেটারি আফসার উদ্দিন শাহীন, ওয়ার্ড আমির মোরশেদ জিয়াউদ্দিন, জামায়াত নেতা মো.নুরুল আলম,ইউসুফ চৌধুরী ও ডা. শাহাদাত হোসেন।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।