ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ক্রীড়া সংগঠকদের মতবিনিময় 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
চট্টগ্রামে ক্রীড়া সংগঠকদের মতবিনিময় 

চট্টগ্রাম: দুর্নীতি ও পল্টিবাজরা যেন সিজেকেএসে জায়গা না পায় এই আহ্বানের মধ্য দিয়ে চট্টগ্রামের সর্বস্তরের ক্রীড়া সংগঠকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (২৬ আগষ্ট) বিকালে চট্টগ্রাম ক্লাব পাটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত সিজেকেএস এর নবীন-প্রবীণ কাউন্সিলরদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিজেকেএস কাউন্সিলর ও সাবেক হ্যান্ডবল খেলোয়াড়  কল্লোল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাবেক ক্রিকেটার ও সিজেকেএস ক্রিকেট কমিটির কর্মকতা সুলতানুল আবেদীন চৌধুরী, নিমতলা লায়ন্স ক্লাব প্রতিনিধি আলী ইকরাম রুমী, স্টার ক্লাবের রাসেল চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র  ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর আক্তার পারভেজ, সাবেক জাতীয় অ্যাথলেট শর্মিষ্টা রায়, সাবেক জাতীয় চ্যাম্পিয়ন, কারাতে খেলোয়াড়, প্রশিক্ষক ও সিজেকেএস যুগ্ন সম্পাদক শাহাজাদা, ক্রীড়া সংগঠক মোহাম্মদ ইমাদ, ক্রীড়া সংগঠক ও সাবেক সিজেকেএস  কাউন্সিলর মুসা বাবলু, সিজেকেএস  কাউন্সিলর সরওয়ার মনি, ক্রীড়া সাংবাদিক নজরুল ইসলাম,  সাইফুল্লাহ চৌধুরী ও ক্রীড়া সংগঠক মাহাবুবুর রহমান সাগর।
 
সভায় সাবেক ক্রিকেটার ও সিজেকেএস ক্রিকেট কমিটির সাবেক কর্মকতা সুলতানুল আবেদীন চৌধুরী বলেন, বিগত দিনে স্টেডিয়াম দখল করেছিল যারা খেলোয়াড় ছিলেন না।

আমরা খেলোয়াড় হয়েছি খেলাধুলা করে অর্থের বিনিময়ে নয়। তিনি নির্বাচনের পূর্বে প্রত্যেক ক্লাবের উপর ছাপিয়ে দেওয়া কাউন্সিলারশীপ প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি আগামীতে জেলা প্রশাসক কর্তৃক যাদের এডহক কমিটিতে রাখা হবে তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার অনুরোধ করেন।  

তিনি আরো বলেন, দেশের সর্ববৃহৎ বৃত্তশালী চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার বিশাল তহবিলের প্রতি যাদের নজর তারা যেন দায়িত্ব প্রাপ্ত না হয়। যারা চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের মেরুদণ্ড ভেঙেছে তাদের বয়কট এর মাধ্যমে তরুণদের সুযোগ দিতে হবে। তিনি চট্টগ্রামের  খেলাধুলার জন্য নিবেদিত প্রাণ আলী আব্বাসের মতো সংগঠকদের মুল্যায়নের আহ্বান জানান।  

নিমতলা লায়ন্স ক্লাব প্রতিনিধি আলী ইকরাম রুমী বলেন, গত ১৫ বছরের সিজেকেএস কাউন্সিলর জীবনে একটি কমিটিতেও স্থান পায়নি। অথচ যারা খেলাধুলার কোন জ্ঞান রাখে না তারা ব্যক্তি পছন্দে কর্মকতার চেয়ারে বসে আছে।  

সাবেক খেলোয়াড় ও সিজেকেএসের সাবেক ফুটবল সম্পাদক মোহাং শাহাজাহান সবাইকে মিলে মিশে আগামীতে একটি সুন্দর ও ক্রীড়াবান্ধব সিজেকেএস  কমিটি করার জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

স্টার ক্লাবের রাসেল চৌধুরী তার ক্লাবের প্রতি অবিচার করায় বিগত সিজেকেএস কমিটির ক্ষোভ প্রকাশ করেন বলেন, আমাদের ক্লাব আমাদের ফিরিয়ে দেন আমরা আবারও স্টার সামার ক্রিকেট শুরু করব।

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ক্রিকেট কমিটির চেয়ারম্যান ও সিজেকেএস কাউন্সিলর আক্তার পারভেজ আগামীতে নগরীর খেলাধুলায় পিএইচপি ফ্যামিলির আরও বেশি সহায়তার কথা জানান।  

এ সময় তিনি বন্যা কবলিত মানুষের সাহায্যের জন্য উপস্থিত সব  ক্রীড়া সংগঠকদের এগিয়ে আসার আহ্বান জানান এবং তহবিলে এক লাখ টাকা অনুদানের ঘোষণা দেন।  

সাবেক জাতীয় কারাতে খেলোয়াড়, প্রশিক্ষক ও সিজেকেএস যুগ্ম সম্পাদক শাহাজাদা আলম ক্ষোভ প্রকাশ করে বলেন, অনেকের মনে অনেক কথা আছে যা আমরা এতদিন বলতে পারিনি। তিনি আমাদের শ্রমে, ঘামে, মেধায় করা স্টেডিয়াম যেন আমাদের থাকে এই দাবী জানিয়ে বলেন এক পদে দুইবারের বেশী যেন কোন কর্মকতা নির্বাচন করতে না পারে সেই বিষয়ে সবাইকে এক হওয়ার এবং খেলাধুলা পরিচালনায় খাজনার চেয়ে বাজনা যেন বেশী না হয় লক্ষ রাখার আহবান জানান।

সাবেক জাতীয় অ্যাথলেট শর্মিষ্টা রায় বলেন, আমি চাই প্রকৃত ক্রীড়াপ্রেমীরা নতুন সিজেকেএস কমিটিতে আসুক।  

ক্রীড়া সংগঠক ও সাবেক সিজেকেএস  কাউন্সিলর মুসা বাবলু বলেন, ক্রীড়া সংগঠক ছাড়া কেহ চট্টগ্রামের ক্রীড়াঙ্গন চালাতে পারবে না। দলবাজি দিয়ে খেলাধুলা চলে না। অতীতে যারা দায়িত্ব নিয়েছে তারাও নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করিনি

সমাপনী বক্তব্য রাখেন সরওয়ার মনি । সমাপনী বক্তব্যে সরওয়ার মনি সভায় সিদ্ধান্ত অনুযায়ী নতুন জেলা প্রশাসক যোগদান করলে তার হাতে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের সার্বিক চিত্র তুলে ধরে একটি স্মারকলিপি প্রদানের কথা জানান। সভায় আগামী ১ সেপ্টেম্বর দেশের ব্ন্যা কবলিত এলাকায় ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে ত্রাণ বিতরনের কর্মসুচি গ্রহণ কর হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন,  সিজেকেএস কাউন্সিলর আসাদুজ্জামান, হারুন অর রশিদ, প্রবীণ কুমার ঘোষ, সুলতান মাহমুদ খান শাহীন, জসিমুল হুদা, প্রসেনজিত দত্ত রাজু, মোঃ মামুন, এ এস এম সাইফুদ্দীন চৌধুরী,  ফারুখ আহমেদ, সাইমউল হাসান রুম্মন, শওকত হোসাইন,  সাইফুল আলম ব্যাপ্পী, আজাদ রহমান, ফয়সল ফিরোজ মিকি, এস এম ইকবাল মোরশেদ, রায়হান উদ্দীন,  জাফর ইকবাল,  তানভীর হাসান, ইয়াছিন আরাফাত পাবলু, আবুল মনসুর, মোঃ সিরাজুল ইসলাম,  মকসুদুর রহমান বুলবুল, মোঃ বাবুল, আশরাফুজ্জামান, রাসেল চৌধুরী, মোঃ কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।