ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাঁশখালীতে বিলে মিললো যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
বাঁশখালীতে বিলে মিললো যুবকের মরদেহ ...

চট্টগ্রাম: বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের কোনাখালী বিলে পড়ে থাকা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে এলাকার লোকজন।

ওই যুবকের নাম মো. আরিফ (৩৩)।

তিনি স্থানীয় হাজি কালামিয়া পাড়ার মরহুম আবদুর রহিমের ছেলে।

রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে খুদুকখালী গ্রামের ৭ নম্বর ওয়ার্ড এলাকায় বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান চাচাতো ভাই মো. সরওয়ার উদ্দীন।

তিনি বলেন, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জাল নিয়ে মাছ ধরতে গিয়ে আর ঘরে ফিরেনি আরিফ। খোঁজাখুঁজির পর রোববার সকালে বিলে তার মরদেহ পাওয়া যায়।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, মাছ ধরতে গিয়ে ওই যুবক নিখোঁজ ছিল। সকালে মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।