চট্টগ্রাম: কক্সবাজার সদর হাসপাতালে দুর্বৃত্তদের হামলা ও মারধরের শিকার ডা. সজীব কাজীকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে দেখতে গেলেন এবি পার্টির নেতারা।
রোববার (১৫ সেপ্টেম্বর) দলটির যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার মারাত্মক আহত ডা. সজীব কাজীর চিকিৎসার খোঁজখবর নেন।
ডা. আব্দুল ওহাব মিনার বলেন, হাসপাতালে চিকিৎসকদের কোনো নিরাপত্তা নেই।
এ সময় এবি পার্টির সহকারী সদস্য সচিব ছিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য ও সহকারী সদস্য সচিব ছিদ্দিকুর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, চট্টগ্রাম মহানগর সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার যায়েদ হাসান চৌধুরী ও ডা. তানভীর উপস্থিত ছিলেন।
জানা গেছে, কক্সবাজার সরকারি হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে দুর্বিত্তদের দ্বারা হামলা ও মারধরের শিকার হয়েছেন ডাক্তার সজীব কাজী। এই সময় ডাক্তার সজীব কাজী হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন। এই সময় সন্ত্রাসীরা সিসিইউতে প্রবেশ করে প্রথমে ভাঙচুর চালায়। পরে চিকিৎসক সজীবকে মারধর করতে থাকে। এক পর্যায়ে তাকে টেন-হেঁচড়ে মারতে মারতে চারতলা থেকে নিচে নামিয়েও মারধর করতে থাকে। এ সময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে অন্য চিকিৎসকরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৪
এমআই/পিডি/টিসি