চট্টগ্রাম: মীরসরাইয়ের বাণিজ্যমেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের হামলায় এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও ১০ জন।
সোমবার (১৩ জানুয়ারি) রাত ১০টার দিকে মীরসরাই পৌর সদরে এ ঘটনা ঘটে।
নিহত যুবদলকর্মী জাহেদ হোসেন মুন্না (২০) উপজেলার গোভনীয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তন্ময় জামশেদ আলম বলেন, মুন্না নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। শাকিল নামের একজন গুরুতর আহত হয়েছে। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল, গতকাল (সোমবার) কথা কাটাকাটির জেরে এক যুবক নিহত হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২৫
এমআই/পিডি/টিসি