ঢাকা, শুক্রবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৮ জুলাই ২০২৫, ২২ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নালায় ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১০, জুলাই ১৮, ২০২৫
নালায় ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির লাশ ...

চট্টগ্রাম: নগরের টাইগারপাস মোড়ে সিএনজি স্টেশন সংলগ্ন একটি নালায় অজ্ঞাত ব্যক্তির লাশ ভেসে এসেছে।  

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে স্থানীয়রা নালায় লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পুলিশ জানায়, গেঞ্জি ও লুঙ্গি পরিহিত লাশটি উপুড় হয়ে পড়েছিল নালায়। হৃদরোগ বা নেশাজনিত কারণে মৃত্যুর পর দুর্ঘটনাবশত নালায় পড়ে যেতে পারে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন জানান, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে- লাশটি অন্য কোনও স্থান থেকে পানির স্রোতে ভেসে এসেছে। ফায়ার সার্ভিসের সহায়তায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) মর্গে পাঠানো হচ্ছে।

তিনি আরও বলেন, ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজও দেখা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।