ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

দৃষ্টি স্কুল অব ডিবেট’র ৩১তম ব্যাচের উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
দৃষ্টি স্কুল অব ডিবেট’র ৩১তম ব্যাচের উদ্বোধন

চট্টগ্রাম: ‘মুক্তির জন্য যুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে দৃষ্টি স্কুল অব ডিবেটের ৩১তম ব্যাচের উদ্বোধন হয়েছে।  

শুক্রবার (২০ সেপ্টেম্বর) জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইষ্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সিকান্দার খান। অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সোলার মডিউল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ ও দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল।

 

দৃষ্টি চট্টগ্রামের সিনিয়র সহ সভাপতি বনকুসুম বড়ুয়া নুপুরের সভাপতিত্বে অনুষ্ঠানের আরো বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহ সভাপতি মুজিবুর রহমান মনি, সহ সভাপতি সাবের শাহ, সাধারণ সম্পাদক সাইফদ্দিন মুন্না ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রোগ্রাম অফিসার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বিতার্কিক জুনায়েদ মুফরাদ মৌসুম। স্বাগত বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সাংগঠনিক সম্পাদক ও কোর্স সমন্বয়কারী মুন্না মজুমদার।  

অনুষ্ঠানে প্রধান অতিথি অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান বলেন, ভাল বিতার্কিক হতে হলে প্রশ্ন করতে হবে, প্রচুর বই পড়তে হবে, জানার আগ্রহ থাকতে হবে। তবেই ভবিষ্যতে একজন ভাল বক্তা বা ভাল বিতার্কিক হয়ে গড়ে উঠবে এবং দেশকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারবে।   
অনুষ্ঠানের শুরুতে দৃষ্টি চট্টগ্রামের যুগ্ম সম্পাদক কাজী আরফাতের শিশু পুত্রের মৃত্যুতে গভীরশোক প্রকাশ করা হয়। উদ্বোধনের পরে বিতর্কের প্রস্তুতি ও পরিকল্পনা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিতার্কিক জুনায়েদ মুফরাদ মৌসুম।  

৩ মাস ব্যাপী দীর্ঘমেয়াদি বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা দৃষ্টি স্কুল অব ডিবেট ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত ৩০টি ব্যাচ সফলভাবে সম্পন্ন করেছে। এবারের দৃষ্টি স্কুল অব ডিবেটে ৩১তম ব্যাচে বাংলা এবং ইংরেজি মাধ্যমের চট্টগ্রামের ৩৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩২জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এমআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।