ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

৩ মাস বন্ধ থাকবে এসএন শিপ ইয়ার্ড, জরিমানা ২৬ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
৩ মাস বন্ধ থাকবে এসএন শিপ ইয়ার্ড, জরিমানা ২৬ লাখ ...

চট্টগ্রাম: সীতাকুণ্ডের শীতলপুরে এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় ২৬ লাখ টাকা জরিমানা করেছে শিল্প মন্ত্রণালয়। পাশাপাশি ৩ মাসের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

গত ৭ সেপ্টেম্বর বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার প্রেক্ষিতে ১৮ সেপ্টেম্বর শাস্তি ও জরিমানার পাশাপাশি ২০ দফা সুপারিশ করে শিল্প মন্ত্রণালয়ের জাহাজ পুনঃপ্রক্রিয়া অধিশাখা।  

জাহাজ পুনঃপ্রক্রিয়া অধিশাখার উপ-সচিব সঞ্জয় কুমার ঘোষ স্বাক্ষরিত চিঠির তথ্যানুযায়ী, নিহতদের প্রতি পরিবারকে মোট ৭ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এর মধ্যে রয়েছে শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং রুলস, ২০১১ এর ধারা ৪৫.৩ এর অধীনে ৫ লাখ টাকা এবং শ্রম আইনের বিধান অনুযায়ী অতিরিক্ত ২ লাখ টাকা।

এছাড়া চিঠিতে এসএন করপোরেশনকে জরিমানার কথা উল্লেখ করা হয়েছে চিঠিতে। শিপব্রেকিং ও রিসাইক্লিং রুলস, ২০১১ এর ধারা ৪৫.৩ অনুযায়ী ১০ লাখ টাকা, ৪৬.৩ ধারা অনুযায়ী ১ লাখ টাকা, ৪৬. ৯ ধারা অনুযায়ী ১০ লাখ এবং ৪৬.১১ ধারা অনুযায়ী ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তিন মাসের জন্য ইয়ার্ড বন্ধ করার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।  

একইসাথে আহত শ্রমিকদের ১২ মাসের বেতনসহ ক্ষতিপূরণ এবং তাদের চিকিৎসা সংক্রান্ত সমস্ত চিকিৎসা ব্যয় ইয়ার্ড কর্তৃপক্ষকে সম্পূর্ণ বহন করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে ২০ দফা সুপারিশ করেছে মন্ত্রণালয়।  

গত ৭ সেপ্টেম্বর এসএন করপোরেশন শিপব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় ১২ জন দগ্ধ হয়। এদের মধ্যে ৬ শ্রমিকের মৃত্যু হয় এবং ৬ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।  

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২৪
এমআর/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।