ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি শফিক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজ গভর্নিং বডির সভাপতি শফিক

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার বার আউলিয়া বিশ্ববিদ্যালয় কলেজের গভর্নিং বডির অ্যাডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন একই কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক মুহাম্মদ শফিক। একই কমিটিতে জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলার আমির অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদীকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মো. আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। আগামী ১১ মার্চের মধ্যে নিয়মিত গভনিং বডি গঠনের কার্যক্রম সম্পন্ন করতে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

এর আগে ছাত্র-জনতার গণআন্দোলনের মুখে গত ৫ আগস্ট সরকার পতনের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর একটি বির্তকিত ব্যক্তিদের নিয়ে গত ১২ সেপ্টেম্বর এডহক কমিটি অনুমোদন দেন। এতে অধ্যক্ষ মো. রেজাউল কবিরকে সভাপতি ও অ্যাডভোকেট মো. জসিম উদ্দীনকে বিদ্যোৎসাহী সদস্য করা হয়েছিল। এই কমিটিতে নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র জনতা প্রতিবাদ করেন। যার প্রেক্ষিতে সেই কমিটি বাতিল করে নতুন কমিটি দেয় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।