ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন সোমবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন সোমবার ...

চট্টগ্রাম: বাংলাদেশি বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয়গুরু, একুশে পদকে ভূষিত ত্রয়োদশ সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের শততম জন্মদিন সোমবার (১৪ অক্টোবর)। এ উপলক্ষে বাংলাদেশ বৌদ্ধ সমিতির আয়োজনে নগরের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অষ্টপরিষ্কার সংঘদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ধর্ম বিষয়ক মন্ত্রলালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।  

উপসংঘরাজ শাসনপ্রিয় মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর ড. সুকোমল বড়ুয়া।

প্রজ্ঞাসারথী প্রজ্ঞানন্দ মহাস্থবিরের উদ্বোধনে অনুষ্ঠানে প্রধান জ্ঞাতি থাকবেন উপসংঘরাজ সদ্ধর্মবারিধি প্রিয়দর্শী মহাস্থবির ও প্রধান সদ্ধর্মদেশক বিশ্বনাগরিক ড. ধর্মকীর্তি মহাস্থবির।

অনুষ্ঠানে বিশেষ জ্ঞাতি হিসেবে থাকবেন সদ্ধর্মজ্যোতিকাধ্বজ বসুমিত্র মহাস্থবির, প্রজ্ঞাজ্যোতি মহাস্থবির, প্রফেসর ড. জ্ঞানরত্ন মহাস্থবির ও ভিক্ষু সুনন্দপ্রিয়। এতে সদ্ধর্মদেশক হিসেবে থাকবেন বিনয়পাল মহাস্থবির, শীলরক্ষিত মহাস্থবির, শাসনপ্রিয় মহাস্থবির, শাসনানন্দ মহাস্থবির, শাসনরক্ষিত মহাস্থবির, শাসনশ্রী মহাস্থবির, এম বোধিমিত্র মহাস্থবির, রতনপ্রিয় মহাস্থবির, বোধিরত্ন মহাস্থবির, তিলোকাবংশ মহাস্থবির, প্রিয়ানন্দ মহাস্থবির, পরমানন্দ মহাস্থবির, এইচ শীলজ্যোতি মহাস্থবির ও রতনানন্দ স্থবির।

অনুষ্ঠানে আগ্রহীদের উপস্থিত থাকতে উদযাপন পরিষদের আহবায়ক সত্যপ্রিয় বড়ুয়া ও সদস্যসচিব প্রফেসর তুষার কান্তি বড়ুয়া অনুরোধ জানিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।