ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এইচএসসি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৪
এইচএসসি: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৩২ শতাংশ  ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া ১ লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন।

জিপিএ-৫ পেয়েছেন ১০ হাজার ২৬৯ জন।  

গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৫ শতাংশ।

গেলবারের তুলনায় এবার পাসের হার ৪ দশমিক ১৩ শতাংশ কম।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড মিলনায়তনে পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।