ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বজনদের পলায়ন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
হাসপাতালে গৃহবধূর মরদেহ রেখে স্বজনদের পলায়ন ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে এক গৃহবধূর মরদেহ রেখে পালিয়ে গেছে শ্বশুর বাড়ির লোকজন।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ওই গৃহবধূর নাম শাহনাজ কামরুন নাহার (২৫)। তাঁর বাড়ি পটিয়ার হাইদগাঁও এলাকায়।

তবে কিভাবে গৃহবধূর মৃত্যু হয়েছে, তা জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।

গৃহবধূর স্বামীর নাম প্রিন্স মোহাম্মদ আল ফাহাদ চৌধুরী। তার বাড়ি পটিয়ার শান্তিরহাট এলাকায়। নগরের কসমোপলিটন আবাসিক এলাকার ৫ নম্বর সড়কে কাশেম বিল্ডিংয়ের চতুর্থ তলায় তাদের বসবাস।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেন জানান, মঙ্গলবার দিবাগত রাতে ওই গৃহবধূর মরদেহ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরে মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যায় গৃহবধূর স্বামীর আত্মীয়-স্বজন।  

তিনি আরও জানান, খবর পেয়ে আমরা চমেক হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠাই। পরে ঘটনাস্থল কসমোপলিটন আবাসিক এলাকার কাশেম বিল্ডিংয়ে গিয়ে বাসা তালাবদ্ধ দেখা যায়। ধারণা করা হচ্ছে, বাসার চাবি দারোয়ানকে দিয়ে পালিয়ে গেছে গৃহবধূর স্বামী ও তার পরিবার। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪ 
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।