ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

নগরে ১৫ দিনে গ্রেপ্তার ৪৯৪: সিএমপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
নগরে ১৫ দিনে গ্রেপ্তার ৪৯৪: সিএমপি ...

চট্টগ্রাম: গত ১৫ দিনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় ১৬২টি মামলা করা হয়েছে। আর এসব মামলায় ৪৯৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও সিএমপি ট্রাফিক বিভাগে ২ হাজার ৮৭৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় ৮৯ লাখ ৮০ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য বলেন সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ।

গত ১৫ দিনে ৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ জানান, নগরের কোতোয়ালী ও হালিশহর থানা লুটপাট ও ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী ও হালিশহর থানা লুটপাটের ঘটনার গত মঙ্গলবার রাতে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। এরমধ্যে আমির রিয়াদ ও মিজান নামে দুইজনকে কোতোয়ালী এবং হালিশহর থানা লুটপাটকারী শহিদুল ইসলাম ও বাচ্চু মিয়া নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা পেশাদার চোর । কোতোয়ালী থানা থেকে লুট করে নিয়ে যাওয়া ১৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা থানা লুটপাটের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন।
 
মাদকবিরোধী অভিযানও জোরদার করা হয়েছে জানিয়ে এডিসি কাজী মো. তারেক আজিজ বলেন, গত ১৫ দিনে ২৬টি মাদক মামলা করা হয়েছে। ইয়াবা ১৮ হাজার ৯৮২ পিস, গাঁজা ৫৭ কেজি, ফেনসিডিল ১০৩ বোতল, দেশীয় ও বিদেশি মদ ৪ লিটার করে উদ্ধার করা হয়েছে। এছাড়া গত একমাসে অবৈধ ৭৩০টি সিএনজি অটোরিকশা ১ হাজার ৮৯৪টি ব্যাটারি রিকশা, রুট পারমিটবিহীন গাড়ি ১ হাজার ৭৯৮টি জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, একটা সময় পুলিশের মনোবল ভেঙে গিয়েছিলো। পুলিশ আজ ঘুরে দাঁড়িয়েছে। সিএমপিতে পুলিশ পূর্ণ পরিসরে কাজ শুরু করেছে। অপরাধীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হচ্ছে। আগের থেকে দ্বিগুন গতিতে কাজ শুরু করেছি। সেই কারণে আমাদের অভিযানিক সাফল্য বৃদ্ধি পেয়েছে।

চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ ,যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীকে প্রকাশ্যে গুলি করতে দেখা গেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে এই প্রশ্নের জবাবে পুলিশ কর্মকর্তা কাজী তারেক আজিজ বলেন, যারা ছাত্র-জনতার উপর গুলি করেছে তাদেরকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। দেশে থাকলেই অবশ্যই গ্রেপ্তার করা হবে।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।