ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় ৭৯৭ কেজি মাছের পোনা বিতরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
পটিয়ায় ৭৯৭ কেজি মাছের পোনা বিতরণ  ...

চট্টগ্রাম: পটিয়ায় ১১০ জন প্রান্তিক মাছ চাষীকে দেওয়া হয়েছে বিনামূল্যে ৭৯৭ কেজি কার্প মিশ্র মাছের পোনা।  

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে উপজেলা মৎস্য দপ্তর পটিয়া চট্টগ্রামের আয়োজনে ৭৯৭ কেজি কার্প মিশ্র পোনা (রুই, কাতলা, মৃগেল, কালিবাউশ) ১১০ জন বন্যায়  ক্ষতিগ্রস্ত প্রান্তিক মাছ চাষিদের মাঝে এ পোনা বিতরণ করা হয়।

 

পোনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দীন ভূঞা জনী।

এ সময় তিনি বলেন, মাছের চাহিদা পূরণ ও শরীরের ভিটামিন এর ঘাটতি পূরণে মাছের খুবই গুরুত্ব রয়েছে।

এ বিষয়ে চাষীদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।  

এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ইলিয়াস হোসেন, কৃষি কর্মকর্তা কল্পনা রহমান, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ নাথ, সমবায় কর্মকর্তা রাসেল চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।