ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউর বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এলিট ইলেভেন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
সিআইইউর বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন এলিট ইলেভেন ...

চট্টগ্রাম: পছন্দের দলকে জেতাতে মাঠের চারপাশ থেকে ভেসে আসছিল হই-হুল্লোড়। কখনো মুহুর্মুহু করতালি।

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) বার্ষিক ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালের শেষ মুহুর্তে শনিবারের (১৯ অক্টোবর) চিত্রটা ছিল এমনই।  

নগরের সিকো এরিনার মাঠে সিআইইউ স্পোর্টস ক্লাব আয়োজন করেছিল দিনব্যাপি এই ক্রিকেট টুর্নামেন্টের।

 

এবারের প্রতিযোগিতায় অংশ নেয় ক্যাম্পাসের মোট ১৬টি দল। খেলায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানটির বিভাগের অনুষদের শিক্ষক এবং কর্মকর্তারাও অংশ নেন।  

এর আগে সকাল থেকেই নানান সাজে পছন্দের দলকে সাপোর্ট করতে মাঠে ভিড় জমান সিআইইউর খেলাপ্রিয় শিক্ষার্থীরা। এবারের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টিম ‘এলিট ইলেভেন’। তাদের কাছে হেরে পরাজয় বরণ করলেও খেলায় নজর কাড়ে টিম ‘রেড উইংস’।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। এ সময় তিনি বলেন, খেলাধুলা কেবল নিছক কোনো বিনোদন নয়, এখানে আছে হেরে গিয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। যা জীবনবোধের শিক্ষা দেয়।

অনুষ্ঠানে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার বলেন, খেলাধুলার মাধ্যমে একে অপরের প্রতি ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও নেতৃত্বের গুণাবলী গড়ে উঠে। সিআইইউ পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে নিয়মিতভাবে নানামুখী অনুষ্ঠানের আয়োজন করে আসছে বলে উল্লেখ করেন তিনি।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিআইইউর স্পোর্টস ক্লাবের ফ্যাকাল্টি ইনচার্জ এবং বিজনেস স্কুলের সহকারী অধ্যাপক আবু সোহেল মাহমুদ। এই ধরণের টুর্নামেন্ট আগামিতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে বলে জানান তিনি।  

এবারের আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট হন শাহরিয়ার ফাহিম। সবচেয়ে বেশি সংখ্যক উইকেট শিকারীর পুরস্কার পান কামরুল হাসান এবং বেশি রানের অধিকারী হন মোহাম্মদ কুতুব। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুই কৃতী শিক্ষার্থী জাওয়াদ এবং সাব্বির।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।