ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

রিয়াজউদ্দিন বাজারে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ৪০ হাজার 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
রিয়াজউদ্দিন বাজারে টাস্কফোর্সের অভিযান, জরিমানা ৪০ হাজার  ...

চট্টগ্রাম: নগরের রিয়াজউদ্দিন বাজারে জেলা বিশেষ টাস্কফোর্সের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

সোমবার (২১ অক্টোবর) এ অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদ ইশরাক।

এ সময় ছাত্রপ্রতিনিধিসহ জেলা বিশেষ টাস্কফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, পণ্য বেচাকেনার রশিদ সংরক্ষণ না করায় ৩টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন ২০১৮ অনুযায়ী ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

জনস্বার্থে টাস্কফোর্সের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।