ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবক আটক, জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবক আটক, জরিমানা  ...

চট্টগ্রাম: ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে সাকিব হোসেন নামে এক যুবককে আটক করা হয়েছে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৫০ হাজার টাকা।

 

সোমবার (২১ অক্টোব) রাত ৮টার দিকে ফটিকছড়ি পৌরসভার চেঙ্গেরপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন বাংলানিউজকে বলেন, অনুমোদনহীন এবং ইজারা বহির্ভূতভাবে চেঙ্গেরপুল এলাকা থেকে বালু উত্তোলনের অপরাধে সাকিব হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

তিনি আরও বলেন, এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত একটি ট্রাক এবং বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরে সাকিব তার অপরাধ স্বীকার করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে ফটিকছড়ি থানা পুলিশ ও ভূমি অফিসের কর্মচারীরা সার্বিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।