ঢাকা, শুক্রবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৮ নভেম্বর ২০২৪, ০৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামের ৪৩৮৮ স্কুলে দেওয়া হবে জরায়ুমুখী ক্যান্সারের টিকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
চট্টগ্রামের ৪৩৮৮ স্কুলে দেওয়া হবে জরায়ুমুখী ক্যান্সারের টিকা ...

চট্টগ্রাম: জরায়ুমুখী ক্যান্সার প্রতিরোধে সারাদেশে মতো চট্টগ্রামেও আগামী ২৪ অক্টোবর থেকে শুরু হচ্ছে টিকা দান কর্মসূচি। চট্টগ্রামের ৪ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ৩ লাখ ৪০ হাজার ২০৮ জনকে এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো।

সংবাদ সম্মেলনে জানানো হয়, পঞ্চম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের এ কার্যক্রমের আওতায় আনা হচ্ছে।

চট্টগ্রামের ৪ হাজার ৩৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩ লাখ ২৯ হাজার ২৮৯ জন কিশোরী এবং শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ২১৯ কিশোরীকে এ টিকা দেওয়া হবে। সপ্তাহে ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ১৮ দিন এ কার্যক্রম চলবে।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, ক্যান্সার আক্রান্ত নারীদের মধ্যে একটি বৃহত্তর অংশ জরায়ুমুখী ক্যান্সারে আক্রান্ত। নারীদের এ ক্যান্সার প্রতিরোধে আমাদের কর্মসূচি পালন করা হচ্ছে। টিকাদান কর্মসূচি নিয়ে ভীতি ছড়ানো হচ্ছে। কিন্তু আসলে এতে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর যদি কেউ অসুস্থ হয়েও থাকে সে ক্ষেত্রে আমাদের মেডিক্যাল টিম প্রস্তুত আছে। আশা করছি এ কার্যক্রম আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএইচ নাওশাদ খান,  ডা. এফএম জাহিদুল ইসলাম।  

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।