ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান, চবি শিক্ষার্থী মুন্নির বহিষ্কার চান সহপাঠীরা

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান, চবি শিক্ষার্থী মুন্নির বহিষ্কার চান সহপাঠীরা ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ফেসবুকে আন্দোলনের বিরুদ্ধে উষ্কানি ও বিদ্বেষমূলক পোস্ট দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের এক ছাত্রীর বহিষ্কারের দাবিতে আন্দোলন করেছেন তারই সহপাঠীরা।

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টায় বাংলাসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে এ দাবি জানান।

অভিযুক্ত জান্নাতুল ফেরদৌস মুন্নি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। এর আগে গত রোববার (২০ অক্টোবর) প্রথম বর্ষের পরীক্ষায় ওই ছাত্রী অংশ নিতে চাইলে পরীক্ষার হল থেকে বের হয়ে যান অন্যান্য সহপাঠীরা।

এ জটিলতা নিরসনে মঙ্গলবার বিভাগের অ্যাকাডেমিক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভার সিন্ধান্ত অনুযায়ী সব বর্ষের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

মুন্নির সহপাঠি আহসান হাবীব লিয়ন বলেন, জুলাইয়ের বৈষম্যেবিরোধী আন্দোলনে মুন্নি ছাত্রলীগের দোসর হয়ে বিভিন্ন কর্মকাণ্ডে সম্মতি এবং বিভিন্ন মাধ্যমে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের হুমকি দিয়ে আন্দোলনকে ব্যাহত করার চেষ্টা করেছে। যদি প্রশাসন তাকে বহিষ্কার না করে আমরা আরও কঠোর অবস্থানে যাবো।  

আরেক সহপাঠী দীপা মুহুরী বলেন, যে ফ্যাসিস্টের দোসর হয়ে কাজ করতে পেরেছে, সে আমাদের সাথে পরীক্ষা এবং ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সম্প্রীতি ও শৃঙ্খলা উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আল আমীন বলেন, এরকম একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা ফ্যাক্ট চ্যাক করে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা নেব।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।