ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬ দোকানিকে জরিমানা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২০ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪
মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬ দোকানিকে জরিমানা 

চট্টগ্রাম: কর্ণফুলীতে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ৬ ব্যক্তিকে ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।  

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরের দিকে কর্ণফুলী উপজেলার ব্রিজঘাট বাজারে নিত্যপণ্যের মূল্য সহনশীল রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।

 

কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  মাসুমা জান্নাত বাংলানিউজকে বলেন, অভিযানে পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় মো. সাইফুল ইসলামকে ২ হাজার টাকা, মো. আবুল কালাম  ৫ হাজার  টাকা, মো. ফারুককে  ২ হাজার  টাকা, মো. কালামকে ৪ হাজার টাকা, নুর আযমকে ৫ হাজার টাকা, আলী আজগরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন কর্ণফুলী থানার পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।