ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে লিগ্যাল এইড বিষয়ক অনুষ্ঠান

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
ফুটন্ত কিশোর সংঘের উদ্যোগে লিগ্যাল এইড বিষয়ক অনুষ্ঠান ...

চট্টগ্রাম: সমাজে ন্যায়বিচার বঞ্চিত, নির্যাতিত, নিপীড়নের শিকার হয়ে অধিকার ও সুবিধাবঞ্চিত মানুষদের আইনি সহযোগিতা দিয়ে আসছে জেলা লিগ্যাল এইড। এ বিষয়ে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।

শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় চান্দগাঁও থানাধীন টেকবাজার সিএন্ডবি বাজার এলাকায় সামাজিক সংগঠন ফুটন্ত কিশোর সংঘের ব্যবস্থাপনায় ও সরকারি আইনি সহায়তা (লিগ্যাল এইড) চট্টগ্রাম অফিসের উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মুহাম্মদ ইব্রাহীম খলিল।

তিনি বলেন, সাধারণ মানুষ বিভিন্ন কারণে আইনের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে।

নির্যাতিত নিপীড়িত হয়ে আইনি সহায়তা না পাওয়া নাগরিকদের জন্য সরকার বিনা খরচে যাতে প্রত্যেক নাগরিক আইনি সহায়তা লাভ করতে পারে তার জন্য জেলাভিত্তিক লিগ্যাল এইড প্রতিষ্ঠা করেছে। ২০০০ সালে সরকার এই লিগ্যাল এইড প্রতিষ্ঠার মাধ্যমে সরকারি খরচে আইনি সহায়তা দিয়ে যাচ্ছে। যাতে অর্থের অভাবে যেন মানুষ আইনি অধিকার থেকে বঞ্চিত না হয়। এ বিষয়ে সাধারণ মানুষকে জানাতে হবে। তাদের অধিকারের বিষয়ে আরও সচেতন হতে হবে। তাহলে সমাজে হানাহানি, বিরোধ কমে আসবে।

অনুষ্ঠানের প্রথম পর্বে আইন বিষয়ক বিশেষ কর্মশালা ও জনসচেতনতামূলক নাটক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় পর্বে সরকারি আইনি সহায়তা (লিগ্যাল এইড) বিষয়ক আলোচনা সভায় উদ্বোধক ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রাম এর প্রবেশন অফিসার পারুমা বেগম, প্রধান বক্তা ছিলেন ৭১ টেলিভিশনের ব্যুরো প্রধান ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী, বিশেষ আলোচক ছিলেন অ্যাসোসিয়েশন অফ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল ১০২৪ চট্টগ্রাম জেলা গভর্নর এস এম আজিজ।  

ফুটন্ত কিশোর সংঘের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ সাদ্দাম হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য দেন রিপাবলিক অফ ইন্দোনেশিয়ার কান্ট্রি ডিরেক্টর এস এম আকাশ, বৃহত্তর চাঁন্দগাও মহল্লা ফেডারেশনের অর্থ সম্পাদক গিয়াস উদ্দিন জাহেদ। উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মো. মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান ফাহিম, অর্থ সম্পাদক আনিসুল ইসলাম আনাস, দপ্তর সম্পাদক ইমাম হোসেন, সহ দপ্তর সম্পাদক আহাম্মদ আসিফ, শিক্ষা সংস্কৃতিক সম্পাদক মো. আইয়ুব, প্রচার সম্পাদক মো. সোহেল, সহ-প্রচার সম্পাদক রাসেল, সদস্য তাসিন, জিল্লুর রহমান, আনাম, ওমর ফারুক, শাহারিয়ার সাজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।