ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিমানবন্দর থেকে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
বিমানবন্দর থেকে ব্যবসায়ী হত্যা মামলার আসামি গ্রেপ্তার  ...

চট্টগ্রাম: মীরসরাইয়ের জোরারগঞ্জে ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার পলাতক আসামি মো.জাহেদ হাসান ফিরোজ প্রকাশ মো. ফিরোজকে করেছে র‌্যাব।

জাহেদ হাসান ফিরোজ জোরারগঞ্জ থানার পূর্ব হিঙ্গুলি এলাকার মো.নুরুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর তথ্যমতে, পেশায় গাছ ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগর (৭৪) দীর্ঘদিন যাবৎ বারইয়ারহাট পৌরসভার হিঙ্গুলী গাছ মার্কেটে ব্যবসা করে আসছিলেন। কামাল উদ্দিন এবং তার অপর এক সহযোগী ফার্নিচারের ব্যবসার জন্য মাসিক ৩ হাজার টাকার চুক্তিতে হিঙ্গুলী গাছ মার্কেটে একটি টিন শেডের দোকান ভাড়া নেয়।

পরবর্তীতে কামাল উদ্দিন ও তার সহযোগীরা কিছুদিন ব্যবসা পরিচালনা করার পর দোকান ভাড়া বাবদ ১৪ হাজার টাকা বাকি রাখে। কবির আহম্মদ বকেয়া দোকান ভাড়ার টাকা পরিশোধের জন্য একাধিকবার চাপ দেন এবং এ নিয়ে স্থানীয়ভাবে সালিশ বৈঠক হয়। পরবর্তীতে বকেয়া দোকান ভাড়া আদায়ের চেষ্টা করলে কামাল উদ্দিন ও তার সহযোগীরা হত্যার হুমকি দেন।  

গত ১০ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে কবির আহম্মদ সওদাগর জোরারগঞ্জ থানার বারইয়ারহাট পৌরসভাস্থ হিঙ্গুলী মার্কেটে নিজ দোকানে কাজ তদারকি করা অবস্থায় বকেয়া দোকান ভাড়াকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে কামাল উদ্দিন এবং তার সহযোগীরা চাকু, কিরিচ, দা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন এবং ছেলে দিদারুল আলম তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কবির আহম্মদ সওদাগর মৃত্যুবরণ করেন। এ ঘটনায় নিহতের ছেলে মো.দিদারুল আলম বাদি হয়ে জোরারগঞ্জ থানায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।  

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো.শরীফ-উল-আলম জানান, ব্যবসায়ী কবির আহম্মদ সওদাগর হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো.জাহেদ হাসান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ অক্টোবর) দুপুর সোয়া দুইটার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। তাকে জোরারগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।