ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাত ধরলো বন্দর থানা পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ডাকাত ধরলো বন্দর থানা পুলিশ ...

চট্টগ্রাম: নগরের এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ধারালো অস্ত্রসহ ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) দিনগত রাতে বন্দর থানার গোসাইলডাঙ্গার সাবের প্লাজা ভবনের সামনের এক্সপ্রেসওয়ের ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন মো. আরমান (১৯), মো. ইসমাইল হাসান (১৯), মো. রাকিবুল হাসান (১৯), মো. পারভেজ (১৫), মাঈন উদ্দিন (১৭), মো. রিয়াদ হোসেন (১৫), মো. সাব্বির হোসেন (১৬) ও সামিউল রহমান প্রকাশ শুভ (১৫) ।  

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) কাজী মো. তারেক আজিজ বাংলানিউজকে জানান, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বন্দর থানার এসআই উস্যা মং মার্মা হিরু ও এএসআই আমজাদ হোসেনসহ পুলিশ সদস্যরা বিশেষ টহল ডিউটির সময় বন্দর থানার গোসাইলডাঙ্গাস্থ সাবের প্লাজা ভবনের সামনে এক্সপ্রেসওয়ের ওপর কিছু দুষ্কৃতিকারী ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রসহ সমবেত হয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করে।

মঙ্গলবার দিনগত রাত সোয়া দুইটার দিকে অভিযান চালিয়ে ৮ জনকে গ্রেপ্তার করে বন্দর থানা পুলিশ।

তিনি জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে দেহ তল্লাশি করে আরমান থেকে একটি স্টিলের টিপছোরা, মো. ইসমাইল হাসানের কাছ থেকে একটি স্টিলের টিপছোরা, রাকিবুল হাসানের থেকে একটি লোহার অ্যাংগেল, মাঈন উদ্দিনের কাছ থেকে ১টি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা এবং মো. পারভেজের কাছ থেকে একটি নম্বরবিহীন বিভাটেক ব্যাটারিচালিত রিকশা উদ্ধার করা হয়। তারা এক্সপ্রেসওয়েতে অবৈধ অস্ত্রশস্ত্রসহ ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়েছিল বলে স্বীকার করে।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।