ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘বিএনপির ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
‘বিএনপির ৩১ দফা আগামীর রাষ্ট্র পরিচালনার দলিল’

চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় টিমের সঙ্গে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) শিক্ষার্থী সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) চমেকে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপির ৩১ দফা হচ্ছে আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনার একটি দলিল। এখন পর্যন্ত যারা রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নানা কথা বলছেন, বিভিন্ন ফর্মুলা দিচ্ছেন, তাদের কোনো ভাবনাই ৩১ দফা রূপরেখার বাইরে নয়।

ফ্যাসিবাদী সরকার ছাত্র রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটিয়েছে। সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে ছাত্রদল প্রতিজ্ঞাবদ্ধ।

আরও বলেন, ছাত্রদল দেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ও মেধাবীদের সংগঠন। যারা নিয়মিত ছাত্র আগামীতে তাদের দিয়েই ছাত্রদল তৈরি হবে। সারা দেশের স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়, এমনকি থানা-ওয়ার্ড পর্যায়ে যাচ্ছেন ছাত্রদলের নেতারা। শিক্ষার্থীরা সমর্থন জানাচ্ছে। এ কার্যক্রমে ব্যাপক সাড়া মিলছে। ছাত্রদল যে পজিটিভ ধারার রাজনীতি করছে-এটা শিক্ষার্থীরা পছন্দ করছে। শিক্ষার্থীরা চায় এই ধারাটা অব্যাহত থাকুক। আগামী দিনে ছাত্র নেতৃত্ব এখান থেকেই বেরিয়ে আসবে।

মতবিনিময় সভায় ৩১ দফা ও ধানের শীষের শুভেচ্ছা স্মারক এবং ছাত্রদলের অতীত ইতিহাস ঐতিহ্য সম্বলিত বই বিতরণ করেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসেদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহামেদ, চমেক ছাত্রদলের আহ্বায়ক সাদ্দাম হোসেন, যুগ্ন আহ্বায়ক আলমগীর হোসেন সহ চমেক ছাত্রদলের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।  

সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক স্বাস্থ্য সম্পাদক ডা. সরোয়ার আলম, সাবেক ছাত্রদল নেতা আসিফ-উদ্-দৌল্লা, সামিউল করিম, সাবেক চমেক ছাত্রদল নেতা ও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মেহেদী হাসান, যশোর মেডিক্যাল ছাত্রদলের সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন, হারুনুর রশিদ ও রেজাউল করিম রিজবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।