চট্টগ্রাম: নগরে দ্বি-মাসিক সাময়িকী ‘অটিজম জগৎ’-এর প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে আয়োজন করা হয়।
সহকারী সম্পাদক কাজী জিনাত রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সভাপতি ডা. বাসনা রাণী মুহুরী, মো. তৌফিকুল আলম, অটিজম জগতের সহ সম্পাদক প্রকৌশলী পরিমল চন্দ্র পাল, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ঝুলন কুমার দাশ, বিশেষ সন্তানের অভিভাবক জান্নাতুল ফেরদৌস, সেলিম আহমদ এবং কানিজ ফাতেমা, কথাসাহিত্যিক নাসের রহমান, শিশুসাহিত্যিক দীপক বড়ুয়া, উৎপল কান্তি বড়ুয়া, অমিত বড়ুয়া, অপু বড়ুয়া, লিটন কুমার চৌধুরী, কালচারাল পার্কের পরিচালক নান্টু বড়ুয়া, মাতৃস্নেহ অটিজম ফাউন্ডেশনের নির্বাহী সদস্য রেবা বড়ুয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অটিজম সারাজীবনের সমস্যা। এটা এমন না যে একসময় পুরোপুরি ঠিক হয়ে যাবে। তবে যথাযথ পরিচর্যার মাধ্যমে অটিজম আক্রান্তদের জীবনমান উন্নত করা যায়। এক্ষেত্রে পরিবার এবং সমাজের সহযোগিতা প্রয়োজন। জনসাধারণের মাঝে সচেতনতা সৃষ্টি করা গেলে অটিজম আক্রান্তরা উপকৃত হবে। দেশের মোট জনসংখ্যা একটা অংশ অটিজমে আক্রান্ত। এই হার নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। কোনো ওষুধের মাধ্যমেও এটা সারানো সম্ভব হচ্ছে না। তাই আমরা যারা অটিজম নিয়ে কাজ করি আমাদের উদ্দেশ্য একটাই অটিস্টিকদের জীবনমান উন্নয়ন ও তাদের কর্মক্ষম করার চেষ্টা করা।
উপস্থিত অভিভাবকরা বলেন, অভিভাবকরা নিজেদের মতো চেষ্টা করে যাচ্ছেন তাদের সন্তানদের উন্নয়নের জন্য। আমাদের সন্তানরা কোনো পাপকর্ম করে না। প্রত্যেক বাবা-মা তাদের সন্তানদের নিয়ে স্বপ্ন দেখেন। বাবা-মায়ের কাছে সব সন্তান সমান। বরং স্বাভাবিক সন্তান থেকে বিশেষ সন্তানদের প্রতি তাদের ভালোবাসা একটু বেশি থাকে।
এ সময় আহসানুল কবির রিটন, এম কামাল উদ্দিন, প্রসেনজিৎ বড়ুয়া, নাসরিন শাহ, নীলরতন বড়ুয়া, জারিফ আবরার, মুক্তা রাণী বড়ুয়া, স্বপ্না বড়ুয়া, প্রিয়াংকা দে, শিমু সিংহ, পিকু চৌধুরী, লীনা পাল, সুরভী বড়ুয়া, প্রিয়স্মিতা বড়ুয়া, বিউটি বড়ুয়া, জিয়ান তাসনিম, নাজিফা নাওয়ার নূর, নান্টু বিকাশ বড়ুয়া, রতন কুমার সরকার, তাপস সেন, সুদীপ বড়ুয়া, রতন কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৪
এমআর/টিসি