চট্টগ্রাম: চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। মোট ৩৭ জনের মৃত্যুর বিপরীতে ১২ জনই মারা গেছেন এ মাসে।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, চলতি বছর নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৭ জন।
প্রতিষ্ঠানটির তথ্য বিশ্লেষণে আরও দেখা যায়, ডেঙ্গুতে মোট মৃত্যুর ৫১ শতাংশই নারী। যা সংখ্যার হিসেবে ১৯ জন। এছাড়া ১৪ জন পুরুষ এবং ৪ জন শিশুর মৃত্যু হয়েছে এ বছর। ডেঙ্গুতে মারা যাওয়া বেশির ভাগই হেমোরোজিক সিনড্রোম ও ডেঙ্গু শক সিনড্রোমে বলে জানিয়েছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বাংলানিউজকে বলেন, চলতি মাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। সচেতনতা বাড়াতে আমরা লিফলেট বিতরণসহ মাইকিং শুরু করেছি। এছাড়া এডিস মশা নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি।
তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগকে সতর্ক করার পাশাপাশি প্রতিটি সরকারি হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সকলের সচেতনতা প্রয়োজন বলেও জানান তিনি।
এদিকে, চট্টগ্রামে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন আক্রন্ত হয়েছে ডেঙ্গুতে। মারা গেছেন আবু আহমদ নামে একজন। তিনি গত ১৫ নভেম্বর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন এবং গত ১৬ নভেম্বর তিনি মারা যান।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৪
এমআর/পিডি/টিসি