ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের অর্থসহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
কর্ণফুলীতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে জামায়াতের অর্থসহায়তা ...

চট্টগ্রাম: কর্ণফুলীতে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ট আগুনে পুড়েছে দুই ভাইয়ের দোকান। ক্ষতিগ্রস্ত দুই ভাইকে অর্থসহায়তা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৯ নভেম্বর) ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে যান উপজেলা জামায়াত আমির মাস্টার মনিরুল আবছার চৌধুরীসহ স্থানীয় জামায়াত নেতারা। পরে তাদের হাতে অর্থসহায়তা তুলে দেওয়া হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মনিরুল আবছার চৌধুরী বলেন, আমরা মানবিক সহায়তা নিয়ে এসেছে। সবাই তাদের সহযোগিতায় এগিয়ে আসুক। সবার সহযোগিতায় তারা আবারো ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করি।

গত ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগে একটি কুলিং কর্নার ও হার্ডওয়্যার দোকানের যাবতীয় মালামাল ও নগদ অর্থ পুড়ে যাওয়ার ঘটনা ঘটে।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।