ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চসিকের ভেজালবিরোধী অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৪
চসিকের ভেজালবিরোধী অভিযান, ৪৫ হাজার টাকা জরিমানা ...

চট্টগ্রাম: নগরের আগ্রাবাদ সিডিএ সংযোগ সড়কের ওয়াসি ফুডকে অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশ ও পচা ডিম দিয়ে কেক তৈরি, মেয়াদবিহীন ফ্লেভার ব্যবহার এবং ট্রেড লাইসেন্স নবায়ন না করায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

এ ছাড়া বড়পোল মোড়ের নবাব রেস্তোরাঁকে নোংরা ও অপরিচ্ছন্ন রান্নাঘর, খাবারে রাসায়নিক ব্যবহার এবং বিরিয়ানির ডেকচি ফুটপাতে রাখার অপরাধে ২০ হাজার টাকা এবং মাশরুর অয়েল মিলসকে অস্বাস্থ্যকর পরিবেশে সরিষার তেল তৈরির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ভেজালবিরোধী এ অভিযানে নেতৃত্ব দেন।  

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ।

 

তিনি জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় জনস্বার্থে এ অভিযান পরিচালিত হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।