চট্টগ্রাম: হাটহাজারীতে আইন অমান্য করে পুকুর ভরাট করে ভবন নির্মাণের অপরাধে মো. ইউছুপ (৬৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান চালানো হয়।
জানা যায়, রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় ওই ভূমির শ্রেণি পুকুর যা বর্তমানেও পুকুর হিসেবেই আছে। সরেজমিনে পরিদর্শনকালে ওই পুকুরটি ভরাট অবস্থায় পাওয়া যায়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লুৎফর নাহার শারমিনের নেতৃত্বে এ অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম এর সিনিয়র কেমিস্ট জান্নাতুল ফেরদৌস, পৌরসভার কর্মকর্তা ও হাটহাজারী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করে।
বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
পিডি/টিসি