চট্টগ্রাম: বেসরকারি উন্নয়ন সংস্থা আশার শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক বলেছেন, 'আশা' সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে ২০১১ সাল থেকে শিক্ষা কর্মসূচি পরিচালনা করে। আশা শিক্ষা কর্মসূচির আওতায় দেশের ৬৪টি জেলায় ১৫ হাজার ৭৫০টি শিক্ষা কেন্দ্রের মাধ্যমে প্রায় ৬ লাখ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের বর্তমানে শিক্ষা সহায়তা দেওয়া হচ্ছে।
সোমবার (৯ ডিসেম্বর) নগরের একটি হোটেলেরর কনফারেন্স রুমে চট্টগ্রাম, ফেনী, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার শিক্ষা সুপারভাইজারদের বার্ষিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আশা শিক্ষা কর্মসূচির গুণগতমান বৃদ্ধি এবং দক্ষ ও প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে দিনব্যাপী এই কর্মশালার আয়োজন করা হয়।
আশা চট্টগ্রাম জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার মো. মনিরউজ্জামানের সভাপতিত্বে ও জেলা এডুকেশন অফিসার মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন আশার কেন্দ্রীয় কার্যালয়ের সিনিয়র এডুকেশন অফিসার মো. আশিকুর রহমান ও কুমিল্লা ডিভিশনের সিনিয়র এডুকেশন অফিসার মো. জুলফিকার আলী জয়।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৪
এমআই/পিডি/টিসি