ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট আজ পালিয়ে বেড়াচ্ছে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
‘ছাত্র-জনতার বিপ্লবে ফ্যাসিস্ট আজ পালিয়ে বেড়াচ্ছে’ ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলায় দীর্ঘ ১৫ বছর পর বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।  

সোমবার (১৬ ডিসেম্বর)  মহান বিজয় দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিজয় র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের ইসলামীর চাতরী চৌমুহনীস্থ কার্যালয় আনোয়ারা ইসলামিক সেন্টার থেকে র‍্যালিটি শুরু হয়ে আনোয়ারা সদর পুরাতন শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।  

প্রায় দুই হাজার নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় র‍্যালিতে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাংগঠনিক সেক্রেটারি ও উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

মিছিল শেষে উপজেলা জামায়াতে ইসলামীর আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনির সভাপতিত্বে সেক্রাটারি আবুল হাসান খোকা সঞ্চলনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা জামায়াতের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী সেক্রাটারি নাছির উদ্দীন শাহ, বায়তুলমাল সেক্রাটারি মাস্টার শহীদুল্লাহ্, উপজেলা কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন,  আতিক জামালী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারখাইণ ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন, আনোয়ারা সদর ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, বৈরাগ ইউনিয়নের সভাপতি মিজানুল করিম শিহাব, বারশত ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফারুক, বরুমছড়া ইউনিয়ন সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দীন, জুঁইদন্ডী ইউনিয়ন সভাপতি আহমদ নুর, পরৈকোড়া ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুর রশীদ, সাবেক ছাত্রশিবির নেতা হাফেজ হারুন, মামুনুর রশীদ, আনোয়ারা সদর শাখা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ মোরশেদ, পশ্চিম শাখা সভাপতি মোহাম্মদ সাইমনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।  

সংক্ষিপ্ত সমাবেশে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, ২৪ এর ছাত্র- জনতার বিপ্লবের মধ্য দিয়ে মানুষ আজ কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছে। বিগত ১৭ বছর দেশে লুটেপুটে ফ্যাসিস্ট হাসিনার দল স্বৈরাচারী রাজত্ব কায়েম করেছিলো। আজ তারা পালিয়ে বেড়াচ্ছে আর আমরা জনগণের পাশে আগেও ছিলাম এখন ও আছি । আমরা বিগত সময়ে দিনের ভোট রাতের বিরুদ্ধে ছিলাম। শুধু চেয়েছিলাম তিনি পদত্যাগ করুক কিন্তু তারা দল বেঁধে পালিয়েছে। এই বিপ্লব ছাত্র-জনতার বিপ্লব, কেউ এই বিপ্লবকে ন্যাসাৎ করতে চাইলে জনতা তার কঠিন জবাব দিবে বলে  তিনি হুঁশিয়ার করেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।