ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বাজালিয়া সমিতির মেধাবৃত্তি পাচ্ছে ৩০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
বাজালিয়া সমিতির মেধাবৃত্তি পাচ্ছে ৩০ শিক্ষার্থী ...

চট্টগ্রাম: বাজালিয়া সমিতি চট্টগ্রামের আয়োজিত মেধাবৃত্তি পাচ্ছে ৩০ শিক্ষার্থী। ৫ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের অংশগ্রহণে গত ১৪ ডিসেম্বর এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

বুধবার (২৪ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে কেন্দ্র সচিব সালাহউদ্দিন শাহরিয়ার এবং সমিতির সভাপতি আকতার কামাল চৌধুরীর কাছে ফলাফল হস্তান্তর করেন পরীক্ষা উপকমিটির আহ্বায়ক জালাল উদ্দিন আহমদ। এ সময়ে সমিতির কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তা হারুনুর রশিদ, অ্যাডভোকেট শোয়েব আলী চৌধুরী, মো. সালাহ উদ্দিন, অ্যাডভোকেট ওসমান গণি খোকন, আবদুল্লাহ আল নোমান, হাসনাইন চৌধুরী আসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

পরীক্ষায় ট্যালেন্টপুলে ১৫ জন এবং সাধারণ শ্রেণিতে ১৫ জন উত্তীর্ণ শিক্ষার্থীকে ১১ জানুয়ারি চট্টগ্রাম বোট ক্লাবে সমিতির বার্ষিক মিলন মেলায় এ মেধা বৃত্তি প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।