চট্টগ্রাম: অপহরণ করার ৩ ঘণ্টা পর মুক্ত পেলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলামের বড়ভাই নুরুল ইসলাম নুরু।
শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টার দিকে তাকে ছেড়ে দেয় অপহরণকারীরা।
নুরুল ইসলাম নুরু জানান, অপহরণকারীরা আমাকে মারধর করে এক কিলোমিটার দূরে নিয়ে যায়। এরপর আমার পকেটে ১৩ হাজার টাকা নিয়ে যায়। আমার পরিবারের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ অবস্থায় আমার পরিবারের সদস্যরা স্থানীয় রাজনৈতিক নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয় ও চট্টগ্রাম জেলার প্রশাসনের একাধিক কর্মকর্তার সঙ্গে আমার পরিবারের সদস্যরা যোগাযোগ করার পর নানা চাপে পড়ে অলিমিয়া হাট বাজারের কাশেম মেম্বারের ঘাটা এলাকায় তিন ঘণ্টা পরে আমাকে ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় রাউজান উপজেলার অধ্যক্ষ হাফিজুর রহমান মাজার এলাকা থেকে জাবেদ, রাশেদ, নুরুল হুদা, আলমগীর, জিকুসহ ৬ থেকে ৮টি মোটরসাইকেল করে ১২ থেকে ১৪ জন সন্ত্রাসী আমাকে অপহরণ করে। অপহরণের সময় মোটরসাইকেলে উঠতে দেরি হওয়াতে জাবেদ আমাকে থু থু মারে। আমার মোবাইল ভাঙচুর ও আমাকে মারধর করে।
এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত (ওসি) একেএম শফিকুল আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২৪
এমআই/পিডি/টিসি