ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৫
চবি ছাত্রশিবিরের নতুন কমিটি চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মোহাম্মদ আলী।

 

রোববার (৫ জানুয়ারি) বিকেলে একটি কমিউনিটি সেন্টারে ছাত্রশিবির চবি শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন।  

নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম চবি মার্কেটিং বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

 

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সিবগাতুল্লাহ, কেন্দ্রীয় প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক ডা. উসামা রাইয়ান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক ডা. সাদেক আব্দুল্লাহ, চবির সদ্য বিদায়ী সভাপতি নাহিদুল ইসলাম এবং ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম।

২০২৫ সেশনের জন্য সভাপতি নির্বাচন উপলক্ষে সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মদ ইব্রাহিম এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইব্রাহিম শাখা সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আলীকে মনোনীত করেন এবং নাম ঘোষণা দেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৪
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।