চট্টগ্রাম: ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটি গঠিত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে নগর দক্ষিণ শাখা ছাত্রশিবিরের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন মনোনীত হন।
অন্যদিকে একইদিন বিকেলে নগরের চন্দনপুরায় ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর কার্যালয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটির বাকি পদগুলো পরবর্তী সময়ে পূরণ করা হবে বলে সম্মেলনে ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৫
বিই/পিডি/টিসি